ভিক্ষুত্ব অবস্থা হওয়া অপরাধগুলি কি গৃহী অবস্থায় ফিরে গেলে পরিশুদ্ধ হয়ে যায়? ভদন্ত আশিন ধর্মপাল ভিক্ষু,
ভিক্ষুত্ব অবস্থা হওয়া অপরাধগুলি কি গৃহী অবস্থায় ফিরে গেলে পরিশুদ্ধ হয়ে যায়? লিখেছেনঃ- ভদন্ত আশিন ধর্মপাল ভিক্ষু মায়ানমার (বার্মা)থেকে আজকাল অনেক উপাসক সপ্তাহের জন্যে কিংবা মাসের জন্যে প্রবজ্জা গ্রহণ করে থাকেন৷ এবং নানান কারণে জ্ঞাত অবস্থায় বা অজ্ঞাতাবস্থায় গুরুকা অাপত্তি ও লহুকাপত্তি এই দুই ধরণের আপত্তিগুলি হয়ে থাকে৷ কতিপয় আছেন, গৃহী অবস্থায় ফিরে গেলে সেই আপত্তিগুলি আপনা থেকেই পরিশুদ্ধ হয়ে যাবে এই ধারণায় চলে যান৷ প্রকৃতপক্ষে তা নয়, আপত্তিসমূহ গৃহী অবস্থায় ফিরে গেলেও আপত্তি আপত্তিই থেকে যায়৷ পরেরবার বা কয়েক বছর কিংবা দল বিশ বছর পর ভিক্ষু হলেও সেই পূর্বের আপত্তি অবশ্যই চলে আসবে৷ যদি পূর্বে ভিক্ষুত্বাবস্থায় ঐ আপত্তিকে(আপত্তির প্রকারভেদে) দেশনার দ্ধারা পরিশুদ্ধ করা না হয় তাহলে দ্বিতীয়বার অবশ্যই করা উচিত৷ পরিশুদ্ধ না হওয়া অবধি সেই আপত্তি(অপরাধসমূহ) ছাই চাপা অগ্নির ন্যায় টিমটিম করে জ্বলতে থাকে ছাইয়ের মধ্যে৷ তাই উপাধ্যায়গণদের উচিত তাদের শিষ্যদের গৃহী অবস্থায় পরিবর্তিত হওয়ার পূর্বে ভিক্ষুত্বাবস্থায় বিনয় শিক্ষাপদানুসারে লঙ্ঘন করা আপত্তিসমূহকে অবশ্যই পরিশুদ্ধ করা