আলবক যক্ষ'র প্রশ্লোত্তর- পঞ্ঞাদীপ থেরো



কতঞ্ঞূতা কতবেদী

(১) জগতে সবচেয়ে উত্তম সম্পদ কি?
উত্তরঃ জগতে সবচেয়ে উত্তম সম্পদ শ্রদ্ধা (সদ্ধিধ বিত্তং পুরিসস্স সেট্ঠং)।

(২) জগতে কি কর্ম করলে সুখি হয়?
উত্তরঃ ধর্মাচরণ করলে সুখি হয় (ধম্মো সুচিণ্ণো সুখংবহতি)।

(৩) জগতে সবচেয়ে উত্তম আরস কি?
উত্তরঃ জগতে সবচেয়ে আরস (স্বাদ) সত্য (সচ্চং সাধুতরং রসানং)।

(৪) জগতে সবচেয়ে উত্তম বেঁচে থাকার উপায় কি?
উত্তরঃ জগতে স্মৃতি প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা সবচেয়ে উত্তম (পঞ্ঞাজীবিং জীবিত মাহু সেট্ঠং)।

(৫) ওঘকে কিভাবে পার করতে হয়?
উত্তরঃ শ্রদ্ধার সহিত ওঘকে পার করতে হয় (সদ্ধায তরতি ওঘং)।

(৬) ভব সংসারকে কিসের দ্বারা পার করতে হয়?
উত্তরঃ অপ্রমাদের সহিত পার করতে হয় (অপ্পদেন অণ্ণবং)।

(৭) দুঃখকে কিভাবে দূর করতে হয়?
উত্তরঃ বীর্যের সাথে দূর করতে হয় (বীরিযেন দুক্খ মুচ্চেতি)।

(৮) চিত্তকে কিভাবে পরিশুদ্ধ করতে হয়?
উত্তরঃ প্রজ্ঞার দ্বারা পরিশুদ্ধ করতে হয় (পঞ্ঞায পরিসুজ্ঝতি)।

(৯) প্রজ্ঞা কিভাবে লাভ করা যায়?
উত্তরঃ জানার ইচ্ছা,শ্রবনের ইচ্ছা, ধারণ করার ইচ্ছা থাকলে প্রজ্ঞা লাভ হয় (সুস্সুসা লভতে পঞ্ঞা)।

(১০) ধন কীভাবে লাভ করা যায়?
উত্তরঃ প্রচেষ্টা থাকলে ধন লাভ করা যায় (পটিরূপকারী ধুর বা উথাতা বিন্দতেধনং)।

(১১) যশ কীর্তির লাভের কি করতে হয়?
উত্তরঃ বিশ্বাসভঙ্গ ও প্রতিশ্রুতি ভঙ্গ না করা (সচ্চেন কিত্তিং পপ্পোতি)।

(১২) মিত্র তৈরির জন্য কি করতে হয়?
উত্তরঃ দান করলে মিত্র তৈরি হয় (দদং মিত্তনি গন্থতি)।

(১৩) কিসের ধর্মাচরণ করলে পরকালে সুখি হয়?
উত্তরঃ সত্য বীর্য প্রজ্ঞা ও ত্যাগের সুখি হয় (সচ্চং দম্মো ধিতি চাগো )।

সবার দীর্ঘায়ু হোক। পুণ্যবান হোক। নিরোগী হোক। যেদিকে যান গমণের পথ শুভ হোক প্রত্যাগমণের পথ নিরাপদ হোক। উত্তরোক্তর শ্রীবৃদ্ধি হোক। পণ্ডিতের দম্য পুরুষ হোক। জ্ঞানী গুণীজন হোক। নির্বান অবধি হিত সুখ মঙ্গল হোক।


 ২৫-২-২০২০ইং বান্দরবান।

Comments

Popular posts from this blog

GPH Ispat কোম্পানি লিমিটেড"-কর্তৃক উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও_প্রতিবাদ

ভালোবাসা ফোটে উঠুক মুকুল চাকমা'র জন্য

করোনা ভাইরাসঃ বাংলাদেশের জন্য মে মাসে সংকটময় হবে..?