দূর্গম নাড়াইছড়ি ও ডিপিপাড়াই ২৩৪ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করল- পাভিসবা
করোনা ভাইরাসে কারণে পৃথিবী আজ অসহায় হয়ে পড়েছে। করোনা ভাইরাস কেবল মাত্র পৃথিবীকে অসহায় করে তুলেনি, অসহায় হয়েছে পৃথিবীতে হতদরিদ্র খেতে খাওয়া পরিবার গুলো। যারা একদিন কাজ না করলে দুমুঠো অন্ন জোটেনা । আজ সেই পরিবার গুলো অসহায়ত্ব হয়ে পড়েছে। আজ একদিন খেতে পারলেও আগামীকাল কোথায় থেকে খেতে পাবে এমন চিন্তা করতে হয় হতদরিদ্র পরিবারদের।
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ' নামে ঐহিত্যবাহী থেরবাদী বৌদ্ধ ভিক্ষু সংগঠনটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। যদিও এর পূর্ব নাম ছিল 'পার্বত্য চট্টল ভিক্ষু সমিতি'।
উল্লেখ্য যে, 'পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা শাখার' উদ্যোগে আজ ১৫ মে ২০২০ ইং প্রথম ধাপে দীঘিনালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডিপিপাড়া-১১২ পরিবার ও নাড়াইছড়িতে ১২২ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করেন পাভিসবা, দীঘিনালা শাখার সাধারণ সম্পাদক, ভদন্তঃ লোকমিত্র মিত্র ভিক্ষু নেতৃত্বে একঝাঁক তরুন স্বেচ্ছাসেবক মানবতার কাজে অংশগ্রহণ করেন।
ভদন্তঃ লোকমিত্র ভিক্ষু বলেন, পাভিসবা অতীতে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, বর্তমান এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করবে বলে মন্তব্য করেন। সর্বাগ্রে অসহায় ও দারিদ্র্য মানুষের ও মানবতায় বিশ্বাস রাখে।
ভদন্ত লোকমিত্র ভিক্ষু মহোদয় আরো বলেন, হতদরিদ্র পরিবারদের কথা চিন্তা করে আমরা ২৩৪ অসহায় পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছি। চেষ্টা করেছি আয় রোজগারহীন মানুষের পাশে দাড়াতে। প্রতিটি এলাকায় করোনা ভাইরাসে কারণে রোজগারহীন পরিবার অগণিত। যা খুবই দুঃখ জনক। তাই যারা বিত্তবান তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অসহায় মানুষের পাশে দাড়ান, তাদেরকে খোঁজ খবর রাখেন। তাদের মূখে দুমুঠো অন্ন তুলে দিন।
#Stay_home
#Stay_safe
#Covid_19
Comments
Post a Comment