জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তনের তারিখ ষোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তনের তারিখ ষোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন হবে। ২০২০ সালের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ।

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। এদিন সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র‌্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. হারুন অর রশিদ। এছাড়াও ৫৫ জন সিনেট সদস্য নিয়ে এ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান এমপিসহ আরো অনেক ব্যক্তিবর্গ।

এছাড়া সিনেট অধিবেশনে আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। 

Comments

Popular posts from this blog

GPH Ispat কোম্পানি লিমিটেড"-কর্তৃক উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও_প্রতিবাদ

ভালোবাসা ফোটে উঠুক মুকুল চাকমা'র জন্য

করোনা ভাইরাসঃ বাংলাদেশের জন্য মে মাসে সংকটময় হবে..?