Posts

Showing posts from February, 2020

ভালোবাসা ফোটে উঠুক মুকুল চাকমা'র জন্য

Image
অসহায় অবস্থায় দিনযাপন করছেন মুকুল চাকমা, গত ২৩-০২-২০২০ খ্রীঃ রোজ রবিবার মুকুল চাকমা'র সাথে কথা বললাম, তিনি জানালেন, বর্তমানে খুবই অসহায় অবস্থায় দিনযাপন করছেন। না পারছে চলতে, না পারছে বলতে, না পারছে সইতে, শুধু দুঃখ আর দুঃখ। হে মানব সমাজ, মোটর সাইকেলে এক্সিডেন রোগী সমাজ সেবক বাবু মুকুল চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন।  আপনারাই পারেন মুকুল চাকমাকে বাঁচাতে, নতুন জীবন ফিরিয়ে দিতে। সমাজে সকল পেশা শ্রেণী মানুষদের উদাত্তকণ্ঠে অনুরোধ জানাবো, আপনারা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সকলে সহযোগিতায় এগিয়ে আসুন। যে যাই পারেন সহযোগিতায় এগিয়ে আসুন। এক্সিডেন রোগের আক্রান্ত সমাজ সেবক বাবু মুকুল চাকমা'র জন্য এযাবৎ যারা সহযোগিতা পাঠিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই। সহযোগিতা পাঠানোর ঠিকানাঃ 👉01553622342(পার্সোনাল বিকাশ) 👉মুকুল চাকমা(রোগীর নিজস্ব নাম্বার) 👉টাকা পাঠানোর আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন বিঃদ্রঃ পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, আপনার একটি শেয়ারে অনেকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। জয় হোক মানবতার

কলকাতায় জয়তু চাকমা’র একক প্রদর্শনী

Image
কলকাতায় জয়তু চাকমা’র একক প্রদর্শনী প্রকাশঃ ২৪-০৭-২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ণ | সম্পাদনাঃ ১২-১১-২০১৮, ১১:৫৩ অপরাহ্ণ বাংলাদর্পণ ডেস্ক: বর্তমানে পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আচার, আচরণ, নির্যাতন এবং অবহেলার মানসিক অবস্থা নীল ক্যানভাসের ১৯টি চিত্রকর্মে তুলে ধরেছেন তরুণ শিল্পী জয়তু চাকমা। প্রতীকী ভাষায় মূলত পাহাড়ী সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন আঞ্চলিক দলীয় ভাগ ও সংঘর্ষের চিত্র স্থান পেয়েছে প্রতিটি চিত্রকর্মে। কলকাতার আইসিসিআর অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারিতে গত ১৭-১৯ জুলাই ‘‘এ্যাল মোনো হধা’ শিরোনামে জয়তু’র একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সমস্ত শরীর আগুনে পুড়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে সবুজ পাহাড়ের মানুষগুলো। প্রতিটি চিত্রকর্মে হাজার হাজার পরিবারের বাস্তুহারা হয়ে পরার কষ্টের প্রতিবাদ শরীরের ব্যান্ডেজ। কিন্তু স্পষ্ট করে কারও চেহারা মনে রাখছি না। শুধু জাতি সম্প্রদায় নিয়ে আমরা কথা বলছি। সেই ভাবনা প্রতিটি চিত্রকর্মে প্রতীকীভাবে ঐতিহ্যবাহী পাহাড়ী সম্প্রদায়ের ঝুড়ি, পোষাকের বদলে যুক্ত হয়েছে বিষাদময় নীল রঙের ব্যান্ডেজ। নিরপরাধ মানুষগুলোকে অসহায়ভাবে রাষ্ট্রশক্তির কাছে আত্মসমর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তনের তারিখ ষোষণা

Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তনের তারিখ ষোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন হবে। ২০২০ সালের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। এদিন সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র‌্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. হারুন অর রশিদ। এছাড়াও ৫৫ জন সিনেট সদস্য নিয়ে এ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান এমপিসহ আরো অনেক ব্যক্তিবর্গ। এছাড়া সিনেট অধিবেশনে আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।