Posts

Showing posts from July, 2020

আষাঢ়ী পূর্ণিমার গুরুত্ব ও তাৎপর্য-ভিক্খু তি. রত্তন জোতি

Image
“নমো তস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স” আসছে ৩ অগাস্ট শুভ আষাঢ়ী পুর্ণিমা। বৈশাখী পূর্ণিমার মতো এটিও সারা বিশ্বের বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপুর্ণ দিন। বিশ্বের সকল থেরবাদ বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় ভাব-গাম্ভীর্য সহকারে এ দিনটি উদ্‌যাপন করা হবে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বন্দনা, পূজা, সংঘদান, অষ্টপরিষ্কারদান, বুদ্ধমূর্তিদান, ধর্ম দেশনা, ধর্ম শ্রবণ, শীল গ্রহণ, ভাবনা ও প্রদীপ পূজা সহ নানাবিধ পূণ্যময় অনুষ্ঠানাদির আয়োজনের মাধ্যমে এ দিনটি উদ্‌যাপিত হবে। এ দিনটি ছয়টি প্রধান কারণে অত্যন্ত মহান। নিচে সেগুলো সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হল: ১। সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ : এ পবিত্র পুর্ণিমা তিথিতে সিদ্ধার্থ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। রাজা শুদ্ধোধনের প্রধান মহিষী মহামায়া পবিত্র আষাঢ়ী পূর্ণিমার রজনীতে রাজশয্যায় শায়িত অবস্হায় গভীর নিদ্রায় অচেতন, তখন মহারাণী শেষ রাতে একটি অদ্ভুদ স্বপ্ন দেখেন। তিনি দেখেন স্বর্গ হতে চারজন দেবতা এসে পালঙ্কসহ তাঁকে কাঁধে করে হিমালয় চূড়ায় নিয়ে গিয়ে দেবিগণ তাঁকে তথায় পবিত্র জলে স্নান করান। অতপর এক সাদা হাতি শুন্ডে এক সাদা পদ্ম নিয়ে তাঁর দ