Posts

Showing posts from June, 2020

হাল ছাড়েননি কল্পনা চাকমার বন্ধুরা!

Image
ইলিরা দেওয়ান ১২ জুন ২০১৬, ০০:২১ আপডেট:  ১২ জুন ২০১৬, ০০: কল্পনা চাকমা কল্পনা চাকমা। নতুন করে তাঁর পরিচিতি দেওয়ার আর প্রয়োজন পড়ে না। ২০ বছর ধরে কল্পনা চাকমা স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তাঁর আসনে। ১৯৯৬ সালের ১২ জুন অপহরণের আগ পর্যন্ত কল্পনা চাকমা তাঁর ধারালো নেতৃত্বে শাণ দিয়েছিলেন পাহাড়ের গায়ে। কল্পনার সেই শাণে ভয় পেয়ে দিনের বেলায় নয়, গভীর রাতের আঁধারে কাপুরুষের মতো তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় একটি মহল। কল্পনা চাকমার ভাইয়েরা শুরু থেকে দাবি করে আসছেন সে রাতে তাঁরা অপহরণকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন। সেদিন নদীর ধারে কুয়ার ঘাট পর্যন্ত চোখ বাঁধা অবস্থায় ভাইয়ের হাত ধরেই ছিলেন কল্পনা চাকমা। এরপর গুলির শব্দে ভাইবোন বিচ্ছিন্ন হয়ে পড়েন। সেই যে ভাইয়ের হাত ফসকে কল্পনা বেরিয়ে গেলেন, ২০ বছর ধরে সেই হাত খুঁজে চলেছেন কল্পনার ভাইয়েরা। আমরা যদি একটু পেছনে ঘুরে কল্পনা চাকমা অপহরণের আগের বছরের কথা মনে করি, তাহলে আমাদের চোখের সামনে ১৯৯৫ সালের ২৪ আগস্ট কয়েকজন পুলিশ সদস্যের হাতে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনের নির্মমভাবে ধর্ষণের পর হত্যার শিকারের কথা ভেসে ওঠে। এ হত্যাকাণ্ডে